• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

হৃদরোগে আক্রান্তের ২৮৭ দিন পর মাঠে নেমেই গোল করলেন এরিকসেন

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৬:৪৯ পিএম

হৃদরোগে আক্রান্তের ২৮৭ দিন পর মাঠে নেমেই গোল করলেন এরিকসেন

ক্রীড়া ডেস্ক

গত ইউরোর তৃতীয় ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচের প্রথমার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন এরিকসেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর ফুটবল ক্যারিয়ারই বিপন্ন হয়ে গিয়েছিল প্রায়, সবকিছু ছাপিয়ে ক্রিশ্চিয়ান এরিকসেন ফিরলেন ফুটবল মাঠে। তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগে। এরপর গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে ফিরেছেন ডেনমার্ক জাতীয় দলেও। মাঠে আসার দুই মিনিটের মধ্যে করে বসলেন গোল।

তবে এরিকসেনের ফেরাটা রাঙাতে পারেনি তার দল। ৪-২ গোলে নেদারল্যান্ডসের কাছে হেরে বসেছে ডেনমার্ক। 

গেল জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে আধা মৌসুমের জন্য তিনি চুক্তিবদ্ধ হন ব্রেন্টফোর্ডের সঙ্গে। গেল ১৫ মার্চ ডাক পান জাতীয় দলে। এরপর গত রাতে মাঠে নামেন তিনি। নেমেই রাতটাকে স্মরণীয় রাখলেন দর্শনীয় এক গোল করে। বিরতির পর মাঠে এসে দ্বিতীয় মিনিটে বক্সে বল পান আন্দ্রেয়াস ওলসেনের কাছ থেকে। সেটাই দারুণ এক শট করে পাঠান জালে। 

তবে এর আগে-পরে তার দল হজম করেছে ৪ গোল, তাতে ইয়োহান ক্রুইফ অ্যারেনা থেকে জয় নিয়ে ফেরা হয়নি ডেনমার্কের।

আরআই/এফএ
আর্কাইভ