• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

এবারও হারের বৃত্ত ভাঙতে পারলো না বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:৩৫ পিএম

এবারও হারের বৃত্ত ভাঙতে পারলো না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অনেক আশা নিয়ে মালদ্বীপের বিপক্ষে বৃস্পতিবার (২৪ মার্চ) মাঠে নেমেছিল বাংলাদেশ। নতুন কোচ ক্যাবরেরার অধীনে দীর্ঘদিনের হতাশার বৃত্ত ভেঙে ইতিবাচক ফল করতে চেয়েছিল। কিন্তু ভাগ্য বদল হয়নি এবারও। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে জামাল ভূঁইয়াদের।

ম্যাচের ৩৮ মিনিটে হাসান রাইফের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মালদ্বীপের এই ফরোয়ার্ডকে আটকাতে পারেনি ডিফেন্ডাররা; গোলরক্ষক আনিসুর রহমান জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও পারেননি ঠেকাতে। রাইফের সঙ্গে লেগে থাকা ইয়াসিন আরাফাতকে কোনো সুযোগ না দিয়ে লক্ষ্যভেদ করেন রাইফ। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

৫৭ মিনিটে বিশ্বনাথ ঘোষের ক্রসে ইয়াসির আরাফাতের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৬১ মিনিটে প্রতি আক্রমণে উঠে ব্যবধান বাড়ায় মালদ্বীপ। ইব্রাহিম হাসান বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি জিকো।

গত বছরও সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজনের অধীনে ঠিক ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার লাল-সবুজ দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরারও প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হলো না। আগামী ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে সিলেটে।

আরআই/এফএ
আর্কাইভ