• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আইপিএলে যে পাঁচ তারকার দিকে থাকবে নজর

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:১৪ পিএম

আইপিএলে যে পাঁচ তারকার দিকে থাকবে নজর

ক্রীড়া ডেস্ক

ভারতের মাটিতে ২৬ মার্চ আইপিএল-১৫ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস ও শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। দুই দলই নতুন অধিনায়কের অধীনে খেলতে চলেছে আসন্ন মৌসুমে। এবারের আসরে কোন ৫ অলরাউন্ডারের দিকে বিশেষ নজর রাখতে পারেন ক্রিকেটপ্রেমীরা!

১) রবীন্দ্র জাদেজা
চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা বর্তমানে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার। টিম ইন্ডিয়ার জন্য যেমন অলরাউন্ড বিভাগে চমক দেখান জাদেজা, তেমনই চেন্নাই সুপার কিংসের জার্সিতেও তিনি তার অলরাউন্ড দক্ষতাকে কাজে লাগান। গত মৌসুমে জাদেজা সিএসকের হয়ে ১২টি ইনিংসে ২২৭ রান করেছিলেন এবং ১৬টি ইনিংসে ১৩টি উইকেট নিয়েছিলেন। নতুন মৌসুমে নতুন দায়িত্ব নিয়ে অলরাউন্ড বিভাগে কেমন পারফর্ম করবেন জাদেজা সেদিকে ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে।

২) হার্দিক পান্ডিয়া: এবারের আইপিএলের নতুন একটি দল হল গুজরাট টাইটান্স। আর সেই দলের অধিনায়ক হলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গতবারের টি২০  বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছিলেন, ফিট হয়ে তিনি আবার ২২ গজে ফিরবেন। আইপিএল শুরু হওয়ার আগে তিনি আসলেই ফিট হয়ে উঠেছেন। ব্যাটে-বলে আবার সেই পুরোনো হার্দিককে দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। ফলে আসন্ন আইপিএলে যে অলরাউন্ডারদের দিকে নজর থাকবে সেই তালিকায় অবশ্যই থাকবেন হার্দিক পান্ডিয়া।

৩) জেসন হোল্ডার: সম্প্রতি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান একবার দখল করেছিলেন জেসন হোল্ডার। এই মুহূর্তে অলরাউন্ডারদের টেস্ট ক্রমতালিকায় দুইয়ে রয়েছেন হোল্ডার। ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার আইপিএলের একাধিক ম্যাচে তার অলরাউন্ড দক্ষতা দেখিয়েছেন। গত আইপিএলে তিনি ৮টি ম্যাচে খেলে ১৬টি উইকেট নিয়েছিলেন। আসন্ন আইপিএলে তিনি খেলবেন নতুন দলের হয়ে। কেএল রাহুলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সদস্য হোল্ডার।

৪) লিয়াম লিভিংস্টোন: গত মৌসুমে আইপিএলে রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন ইংলিশ তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। আইপিএলে এখন পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে তিনি ১১২ রান করেছেন। আইপিএলে এখনও সেই অর্থে বিশেষ ছাপ রাখতে না পারলেও লিভিংস্টোন টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নাম। ২০২১ সালে তিনি এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন তিনি। আসন্ন আইপিএলে লিভিংস্টোনকে দেখা যাবে পাঞ্জাব কিংসের জার্সিতে।

৫) ভানিন্দু হাসারাঙ্গা: ১০ কোটি ৭৫ লাখ টাকায় শ্রীলঙ্কান ক্রিকেটার ভানিন্দু হাসারাঙ্গাকে মেগা নিলামের মঞ্চ থেকে আবার ফিরিয়ে আনতে সফল হয়েছে আরসিবি। ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্বে বিরাটদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাসারাঙ্গা। গত মৌসুমে সেভাবে প্রতি ম্যাচে খেলার সুযোগ পাননি হাসারাঙ্গা। কিন্তু আসন্ন আইপিএলে তার দিকে বিশেষ নজর থাকবে।

আরআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ