• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চিলিকে ১ হালি গোল দিলো ব্রাজিল

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৫:০৬ পিএম

চিলিকে ১ হালি গোল দিলো ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কোয়ালিফায়ারে বৃস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে  ম্যাচটা ব্রাজিলের জন্য নিছক আনুষ্ঠানিকতার উপলক্ষ ছিল। বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিয়ম রক্ষার ম্যাচে ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি চিলি। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ খেলার শেষ স্বপ্নটুকুও নষ্ট হয়েছে মার্টিন লাসার্তের দলের।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ঐতিহ্যবাহী এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে সেলেসাওরা। একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৪৪ মিনিটে নেইমারকে ফাউল করে বসলে পেনাল্টি পায় তিতের দল। স্পট কিকে দলকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড নেইমার।

বিরতিতে যাওয়ার আগে অ্যান্টোনির বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিরতি থেকে যথারীতি আক্রমণ অব্যাহত রাখে নেইমার-কুতিনহোরা। তবে গোল পেতে কিছুটা সময় নিচ্ছিল। প্রথমার্ধের করা ভুল দ্বিতীয়ার্ধেও করে বসে সানেচেজের দল।

ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। এবার নেইমারের পরিবর্তে স্পট কিক নেন কুতিনহো। হতাশ করেননি সেলেসাওদের। ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন অ্যাস্টন ভিলা মিডফিল্ডার।

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্রুনো গুইমারায়েসের বাড়িয়ে দেওয়া বলে চিলির জালে শেষ গোল করেন রিচার্লিসন। ৪-০ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে টিটের দল।

ব্রাজিলের বিশ্বকাপ আগেই নিশ্চিত হওয়ায় এ ম্যাচটি ছিল অনেকটা নিয়ম রক্ষার। তবে বিশ্বমঞ্চে যাওয়ার আগে নিজেদের শক্তিমত্তা ভালোভাবেই পরখ করে নিয়েছেন তিতে। অন্যদিকে, আগে থেকেই বিশ্বকাপের আশা নিভু নিভু করা চিলির শেষ আশাও নষ্ট হয়েছে।

আগামী ৩০ মার্চ বলিভিয়ার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ