ক্রীড়া প্রতিবেদক
আগের দিন স্বাগতিক বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ১০ নম্বর জার্সিধারী সেরা রেইডার আসলাম সাজা। ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও চমকপ্রদ নৈপূণ্যের কারণে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। কিন্তু সেমিফোইনালে কেনিয়ার কাছে পাত্তাই পায়নি আসলাম সাজার দল।
সহজেই তারা ধারাশায়ী হয়েছেন আফ্রিকার এই দেশটির কাছে। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তারা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুনামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়া।
বুধবার (২৩ মার্চ) শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কেনিয়া ৩টি লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে এশিয়ার অন্যতম জায়ান্ট শ্রীলঙ্কাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২টি লোনাসহ ২৬ ১২ পয়েন্টে এগিয়ে ছিল।
শ্রীলঙ্কাকে সহজে ধরাশায়ী করে ফাইনাল নিশ্চিত করে কোর্টে উৎসব করেছে কেনিয়া। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেনিয়ার অধিনায়ক হাগাই ওধিয়াম্বু ওগাক। ম্যাচ সেরার হাতে ১০ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য মমতাজ বেগম এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার।
জেডআই/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন