• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে কেনিয়া

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:০২ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে কেনিয়া

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সেমিফাইনালে উঠেছে শক্তিশালী কেনিয়া। মঙ্গলবার (২২ মার্চ) পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিগ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৬৫-১৯ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান রানার্সআপরা।

এ দিন পুরো ম্যাচে দাপুটে কেনিয়ার কাছে পাত্তাই পায়নি নেপাল। ম্যাচের প্রথমার্ধে ৩ লোনাসহ ৩৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল আফ্রিকার দেশটি। দ্বিতীয়ার্ধে আরও দুইবার নেপালকে অলআউট করে তারা। ফলে দুটি লোনাসহ ৬৫-১৯ পয়েন্টে জয় পায় কেনিয়া।

এই জয়ে বিগ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেল কেনিয়া। এর আগে কেনিয়ার কাছে ধরাশায়ী হয় এবারের টুর্নামেন্টের নতুন দল ইরাক এবং ইন্দোনেশিয়া।

নেপালের বিপক্ষে দারুণ খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন কেনিয়ার ভিক্টর ওনিয়াঙ্গো। বিজয়ীর হাতে ম্যাচসেরার পুরস্কারের ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোকাম্মেল হক চৌধুরী এবং রংধনু গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাওসার আহমেদ। 

বুধবার (২৩ মার্চ) দিনের প্রথম সেমিফাইনালে দুপুর ২টায় খেলতে নামবে কেনিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ রানার্সআপ শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বি গ্রুপ রানার্সআপ দল।

জেডআই/ডা

আর্কাইভ