• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ক্যাবরেরার প্রথম মিশনে মালদ্বীপে জামাল ভূঁইয়ারা

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ১০:১৫ পিএম

ক্যাবরেরার প্রথম মিশনে মালদ্বীপে জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক

ফিফা টায়ার-১ এর আওতায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ হ্যাভিয়ের কাবরেরার অধীনে প্রথম মিশনে মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দেন জামাল ভূঁইয়ারা। 

 

২৪ মার্চ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে গত দুই মাস ধরে ক্লাবে ক্লাবে ঘুরে এবং প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে খেলোয়াড় বাছাই করেছেন কাবরেরা। তারপর ২৩ ফুটবলারকে নিয়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বসুন্ধরা কিংস এরেনায় শিষ্যদের কঠোর অনুশীলন করিয়েছেন এই স্পেনিশ কোচ। 

 

সোমবার (২১ মার্চ) সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘আড়াই দিনের প্রস্তুতি নিয়ে মালদ্বীপ যাচ্ছি। এটা নিয়ে কোনো টেনশনও করছি না। প্রশ্ন উঠছে টেনশনের যদি টেনশন নাই থাকে তাহলে আমি কিসের কোচ।’ 

 

মালদ্বীপ থেকে ফিরে দ্বিতীয় ম্যাচটি হবে মঙ্গোলিয়ার বিপক্ষে সিলেটে, ২৯ মার্চ। মালদ্বীপের ম্যাচ শেষ হলে নতুন পরিকল্পনা করবেন বলে পরিস্কার জানিয়ে দিলেন তিনি। এরই মধ্যে মালদ্বীপ সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিজের রণ কৌশল সাজাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। জানালেন কোনো দ্বিধা-দ্বন্দ্বে থাকতে চান না। প্রতিপক্ষ কেমন খেলে সেটা জেনে নিয়েছেন কোচ।

 

অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘সর্বশেষ ম্যাচ যখন আমরা জিতেছিলাম তখন মালদ্বীপের আলী আশফাকও খেলেছিলেন। যিনি শেষ ১০ বছর ধরে মালদ্বীপ ফুটবলের সবচেয়ে তারকা। তার উপস্থিতিতে যদি ম্যাচ জিততে পারি তাহলে এবার খেললেও আমরা পারব। আলী আশফাককে নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন মনে করছি না। আমরা পুরো দল নিয়ে ফোকাস করছি।

 

কোচের চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ অনেকদিন ধরে কাজ করছেন। খেলা দেখেছেন মাঠ ঘুরে ঘুরে। দুই দিন দিনের অনুশীলনে এসে উনি আমাদের কাছে একটা ক্লিয়ার ম্যাসেজ দিয়েছেন উনি কিভাবে মাঠে খেলাতে চান। আমরাও সেটা বুঝতে পারছি। এখন মাঠেই প্রমাণ করতে হবে।


প্রতিপক্ষ মালদ্বীপ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ৬ পয়েন্টের জন্য লড়ব। আশা করি সফল হবো।’ মালদ্বীপের মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মালদ্বীপ হারাতে পারেনি। ক্যাবরেরার কোচিংয়ে নতুন অধ্যায় রচিত করতে চান জামাল, ‘আগে রেকর্ড নেই ঠিক আছে। আমরা নতুন রেকর্ড করব।’ 
 

মালদ্বীপে বাংলাদেশের দুই লাখ মানুষ বসবাস করছেন। মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে জামাল দেখেছিলেন প্রবাসী বাঙ্গালীরা মাঠে আসার সুযোগটা কমই পান। এবার যেন পর্যাপ্ত সুযোগ পান তারা, এজন্য জামাল বাফুফের সহযোগিতা চাইলেন। বাফুফে যেন মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে।


জেডআই/

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ