• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

লিগ চালাতে বিদেশি রেফারির সন্ধানে বাফুফে!

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৮:১১ পিএম

লিগ চালাতে বিদেশি রেফারির সন্ধানে বাফুফে!

ক্রীড়া প্রতিবেদক

দেশের ঘরোয়া ফুটবলে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। চলতি মৌসুমে বাজে রেফারিং হচ্ছে আরও বেশি। ফেডারেশন কাপ থেকে শুরু করে লিগেও বিতর্কিত রেফারিং দেখা যাচ্ছে। যে কারণে রেফারি ও খেলোয়াড়দের মধ্যে তৈরি হচ্ছে সাংঘর্ষিক সম্পর্ক। এমন সম্পর্কের জেরে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে হারের পর রেফারিকে লাথি মারার অভিযোগ উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বশেষ বাজে রেফারিংয়ের ঘটনা ঘটেছে বাংলাদেশ পুলিশ ও শেখ রাসেলের মধ্যকার একটি ম্যাচে। গত শুক্রবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত রেফারির বাজে সিদ্ধান্তের কারণে ড্র করতে হয়েছে শেখ রাসেলকে।

সেদিন ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে শেখ রাসেল। মাঠে চলছিল বল দখলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু হঠাৎ রেফারি অপ্রাসঙ্গিকভাবে পেনাল্টির বাঁশি বাজান শেখ রাসেলের বিরুদ্ধে! ওই সময় পুলিশের ব্রাজিলিয়ান রিক্রুট ডেনিলসনের নেওয়া শটে বক্সের মধ্যে উড়ন্ত বলে হেড নেওয়ার চেষ্টা করছিলেন এহসানুর রহমান। তার সঙ্গে বল ক্লিয়ারের চেষ্টায় থাকা শেখ রাসেল ডিফেন্ডার রহমত মিয়ার বড় কোনো বডি কন্ট্রাক্ট না হলেও পেনাল্টির বাঁশি বাজান রেফারি বিটুরাজ।

রেফারিংয়ে এমন বিতর্ক এড়াতে বাংলাদেশ ফুটবলে ফেডারেশন (বাফুফে) দুটি পথ বেছে নিতে পারে। একটি হলো ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট রেফারি ও বিদেশি রেফারি। তবে দুটি বিষয়ই প্রচুর ব্যয়বহুল হওয়ায় ফেডারেশন সেই উদ্যোগ নিতে পারছে না। 

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এ বিষয়ে জানান, আর্থিক সংকটের কারণে বিদেশি রেফারি নিয়োগ দেওয়া যাচ্ছে না।

জেডআই/এফএ

আর্কাইভ