ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে কেনিয়া। সোমবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় খেলায় ইন্দোনেশিয়াকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান রানার্সআপরা। এই জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো কেনিয়ারা।
তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় ইন্দোনেশিয়াকে ৬৪-২০ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়া। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে শিরোপা প্রত্যাশী দলটি।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেও বড় জয় তুলে নেয় কেনিয়া । মধ্যপ্রাচ্যের দেশ ইরাককে হারায় ৫৪-২৯ পয়েন্টের ব্যবধানে। টানা দুই হারে সেমির স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল ইন্দোনেশিয়ার। কেনিয়া ম্যাচের আগে তারা নেপালের কাছেও পরাজিত হয়। সেখানে হারের ব্যবধান ছিল ৪৭-১৮ পয়েন্ট।
ম্যাচসেরা হয়েছেন কেনিয়ার জেমস কেমউইটি। ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) ও কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন সাবরিনা রহমান।
মঙ্গলবার (২২ মার্চ) কেনিয়ার প্রতিপক্ষ নেপাল এবং ইন্দোনেশিয়া লড়বে ইরাকের বিপক্ষে।
জেডআই/ডা
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন