• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মোস্তাফিজের কাছ থেকে পরামর্শ নিল রাজস্থানের বোলাররা

প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৮:০৬ এএম

মোস্তাফিজের কাছ থেকে পরামর্শ নিল রাজস্থানের বোলাররা

ক্রীড়া ডেস্ক

করেনাভাইরাসের তীব্র আক্রমণে মাঝপথে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর। ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। সাত ম্যাচে আট উইকেট শিকার করা এই পেসারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠেছে রাজস্থানের বোলারদের। সেই সম্পর্কের রেশ ধরে ফ্র্যাঞ্চাইজিটির পেসারদের পরামর্শ দিলেন ফিজ।

শনিবার (৩০ মে) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। বাংলা ভাষায় সিদ্ধার্থ লাহিরির নেয়া সাক্ষাৎকারে প্রশ্ন ছিল রাজস্থানের তরুণ পেসারদের নিয়ে। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হয় ফিজের কাছে।

জবাবে বাংলাদেশের এ পেসার বলেন, ‘ওদের শেখার আগ্রহটা অনেক বেশি। এ জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ওরা আমার কাছে শোনে কীভাবে আমি কাটার মারি কিংবা এখন আমার ইয়র্কারটা ভালো হচ্ছে- এটা কীভাবে করি। কোন জায়গায় তাকালে ইয়র্কারটা ভালো হবে, রানআপ আস্তে না জোরে হবে- এমন অনেক কিছুই শোনে আমার কাছে। আমি যেটা অনুভব করি, সেটা বলি, ওরাও চেষ্টা করে।’

রাজস্থানের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘এখানে যখন এসেছি, আমার মনে হয়নি যে আমি নতুন এসেছি। দলের সবাই... খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। যেন আমি পুরোনো দলেই এসেছি। আমার খুব ভালো লেগেছে, দারুণ সময় কেটেছে। সবাই খুব হেল্পফুল।’

দলের অধিনায়ক সানজু স্যামসনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব দেখা গেছে মোস্তাফিজের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ক্যাপ্টেন খুবই ভালো মানুষ। প্রথমদিন হাই-হ্যালো করার পর থেকেই আমার খুবই ভালো লাগছে। মাথা গরম করা ক্যাপ্টেন না, সবসময় মাথা ঠাণ্ডা রাখে। এটা খুব ভালো, দলের জন্যও ভালো। যেমন ভালো-খারাপ সময়ে কী করলে ভালো হবে, এ দিক থেকেও সাহায্য হয়। যেটা বললাম, খুব হেল্পফুল।’

উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ হয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম মৌসুমেই দারুণ বোলিং করে জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান তারকার পুরস্কার। দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন তিনি। এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ফিজ।

জেডআই/সবুজ/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ