• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এক সিরিজ খেলেই শীর্ষ দশে নাসুম

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১০:৩৫ পিএম

এক সিরিজ খেলেই শীর্ষ দশে নাসুম

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছেন নাসুম আহমেদ। মায়াবী ঘূর্ণিতে মাত্র ১০ রান খরচ করে চারটি উইকেট শিকার করেন এই স্পিনার। দুই ম্যাচের সিরিজ শেষ হতেই হাতেনাতে সেই পুরস্কার পেলেন তিনি।

সদ্য ঘোষিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা ১০ নম্বরে উঠে এসেছেন নাসুম। তার রেটিং পয়েন্ট এখন ৬৩৭। দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি যথারীতি শীর্ষে রয়েছেন। এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন মুজিব উর রহমান। সাতে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এই ব্যাটার।

২৭ নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাদে এগোলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।

জেডআই//ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ