• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

এএফসির স্বীকৃতি পেল বাফুফে নারী একাডেমি

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০১:২৩ এএম

এএফসির স্বীকৃতি পেল বাফুফে নারী একাডেমি

ক্রীড়া প্রতিবেদক

১১টি শর্ত পূরণ করে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসির) স্বীকৃতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী একাডেমি। সাফল্যের পুরস্কার হিসেবেই এএফসির ৪৭ সদস্য দেশের মধ্যে প্রথম এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই স্বীকৃতির সুফলস্বরূপ এএফসির পক্ষ থেকে বাড়বে আর্থিক এবং টেকনিক্যাল সহযোগিতা। যা বাংলাদেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে আরও সহায়ক হবে।

স্বীকৃতি হিসেবে এএফসি বাফুফেকে ওয়ান স্টার এলিট ফুটবল একাডেমির সনদ দিয়েছে। সনদ পাওয়ার ঘোষণা দিতে গিয়ে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পলস্মলী বলেন, ‘১১টি শর্ত পূরণ করে এই স্বীকৃতি আদায় করেছে বাফুফে। গত চার-পাঁচ মাস ধরে এটা নিয়ে কাজ হয়েছে। এএফসি নানা শর্ত দিয়েছে। তার সব পূরণ না হওয়া পর্যন্ত তারাও স্বীকৃতি দেবে না। নারী ফুটবলে আন্তর্জাতিক সাফল্য বড় কাজে এসেছে। তিন বছর পর্যন্ত ওয়ান স্টার এলিট শ্রেণিতে থাকবে বাংলাদেশ। শর্তগুলো নিয়মিত মেনে চলতে পারলে সময় আবার বাড়বে।

ফুটবল দুনিয়ায় মূলত ক্লাবগুলো নারী ফুটবল একাডেমি গঠন করে থাকে। এশিয়ায় বাংলাদেশসহ তিনটি দেশের ফুটবল সংস্থা নিজেরাই একাডেমি গঠন করে এএফসি থেকে স্বীকৃতি নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যেখানে ফুটবল ক্লাবগুলো পুরুষ ফুটবল একাডেমি গড়ে না, তারা নারী নিয়ে কাজ করবে এটা ভাবাই যায় না।

ওয়ান স্টার থেকে টু স্টার কিংবা থ্রি স্টারে উন্নীত হওয়া কঠিন বলে সংবাদ সম্মেলনে জানালেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘টু স্টার স্বীকৃতি চাইতে গেলে আরও সুযোগ-সুবিধা দেখাতে হবে। সেই সব সুবিধা স্থাপন করতে অনেক টাকার প্রয়োজন।

উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন, তহুরা খাতুন ও মারিয়া মান্দা। ওয়ান স্টার এলিট ফুটবল একাডেমির সনদ পাওয়া নিয়ে সাবিনা বললেন, ‘প্লেয়াররা আরও উৎসাহিত হবে।

জেডআই/ডা

আর্কাইভ