• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

রিয়ালের বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৩৯ পিএম

রিয়ালের বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

চলছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই। বুধবার (৯ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগে  গুরুত্বপূর্ণ খেলায় অনিশ্চিত হয়ে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

হাইভোল্টেজ ম্যাচটি সামনে রেখে সোমবার (৭ মার্চ) অনুশীলনে নেমেছিলেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা। কোচ পচেত্তিনোর অধীনে এমবাপ্পের সেই অনুশীলনই কাল হয়ে দাঁড়াল পিএসজির জন্য।

অনুশীলনে সতীর্থ ইদ্রিসা ঘানা গুইয়ের ট্যাকলে চোট পেয়েছেন তিনি। তবে এমবাপ্পের চোটের মাত্রাটা কতটা মারাত্মক, সেটা এখনও জানা যায়নি। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে একাদশে পাওয়া নিয়ে অনিশ্য়চতায় পড়েছে পিএসজি।

যদিও নকআউট পর্বের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল পিএসজি। সেই ম্যাচে পিএসজির জয়ের নায়ক ছিলেন এই এমবাপ্পেই। শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছিলেন এই ফরাসি তারকা। দ্বিতীয় লেগে তাই ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে পিএসজি। ঠিক সেই মুহূর্তে চোটে পড়লেন এমবাপ্পে।

জেডআই/এফএ

 

আর্কাইভ