• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আত্মঘাতী গোলে মুক্তিযোদ্ধা সংসদের সর্বনাশ

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০২:২৪ এএম

আত্মঘাতী গোলে মুক্তিযোদ্ধা সংসদের সর্বনাশ

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচেই স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কিন্তু জয়ের সেই ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। আত্মঘাতী গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ।

সোমবার (৭ মার্চ) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ইউনুসা কামারা আত্মঘাতী গোলে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরেছে অল রেড খ্যাত দলটি।

আগের ম্যাচে দুর্দান্ত খেলা মুক্তিযোদ্ধা সংসদ এদিন অনেকটাই মলিন ছিল। সেই সুযোগে ৩৬ মিনিটে সিয়োভুস আসরোরভের ফ্রি কিকে জটলার মধ্যে থেকে একজন হেড করার পর গোললাইন থেকে লাফিয়ে উঠে ডিফেন্ডার তারেক মিয়া ফেরালে রক্ষা পায় মুক্তিযোদ্ধা।

প্রথমার্ধের শেষ দিকে সানডে চিজোবার লং পাস ধরে বক্সে ঢুকে ফিলিপে আজাহর কোনাকুনি উঁচু শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লাগলে আবারও বেঁচে যায় মুক্তিযোদ্ধা সংসদ।

৫৭তম মিনিটে আর ভাগ্য সহায় হয়নি তাদের। ডান দিক থেকে আজাহর আড়াআড়ি ক্রস বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কামারা। শেষ পর্যন্ত এ গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হারা মুক্তিযোদ্ধা সংসদ ৩ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অষ্টম স্থানে আছে।

জেডআই/ডা

আর্কাইভ