• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শেন ওয়ার্নের সন্তান ও সম্পদ দেখবে কে?

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ১০:০১ পিএম

শেন ওয়ার্নের সন্তান ও সম্পদ দেখবে কে?

ক্রীড়া ডেস্ক

জীবন এমনই আনপ্রেডিক্টেবল! আগেও বারবার নানা ঘটনায় সারা বিশ্বকে চমকে দিয়েছেন। শেষবেলায়ও সেই সবাইকে চমকে দিয়েই চিরবিদায় নিলেন লেগস্পিনের জাদুকর শেন ওয়ার্ন। চিরবিদায়ের আগে বিপুল সম্পদসহ তিন পুত্র রেখে গেছেন। এখন প্রশ্ন উঠেছে অস্ট্রেলীয় কিংবদন্তির সম্পদ ও সন্তানের দেখভাল করবে কে?

শেন ওয়ার্নের সঙ্গে স্ত্রী সিমোনে কালাহানের বিচ্ছেদ হয়েছিল অনেক আগেই। তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুকসকে আগলে রেখেছিলেন ওয়ার্নই। ওয়ার্নের ছোট ভাই জেসনের কাঁধেই চাপতে পারে তিন সন্তান ও সম্পদের দেখভালের দায়িত্ব।

শেন ওয়ার্নের মা ব্রিগিট ও বাবা কিথ ওয়ার্ন এখনও বেঁচে আছেন। ওয়ার্ন ছিলেন এই দম্পতির বড় ছেলে। তবে তাকে ছাড়া জীবন এগিয়ে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেলিব্রিটি নেট ওয়ার্থের এক প্রতিবেদন বলছে, মৃত্যুকালে ওয়ার্ন অন্তত ৫০ মিলিয়ন ডলার বা ৪৩২ কোটি ৭২ লাখ টাকার সম্পদ রেখে গেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে ওয়ার্নের এই সম্পদ। আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করার সুবাদে দশমিক ৭৫ শতাংশ মালিকানা পেয়েছিলেন এই অজি কিংবদন্তি। ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড আম্বাসাডর হয়ে সেটিকেই তিনি বাড়িয়ে করেছিলেন ৩ শতাংশ। রাজস্থানের ব্র্যান্ড ভ্যালু এখন ২ হাজার কোটি টাকার মতো। এর ৩ শতাংশ নেহাত কম নয়।

প্রসঙ্গত, উইজডেনের বিচারে শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের অন্যতম ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর। তার বাবা ছিলেন জার্মান বংশোদ্ভূত। হ্যাম্পটন হাইস্কুলে গ্রেড সেভেন থেকে নাইন অবধি পড়াশোনা। এরপর মেনটোন গ্রামারে চলে যান স্পোর্টস স্কলারশিপ পেয়ে। স্কুলজীবনে শেষ তিন বছর কাটিয়েছেন মেনটোনে। ১৯৮৩-৮৪ মৌসুমে ইউনিভার্সিটি অব মেলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে তৎকালীন ভিক্টোরিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব ১৬ ডাউলিং শিল্ড প্রতিযোগিতায় খেলতে নামেন। লেগস্পিন ও অফস্পিনের মিশেল ঘটাতে পারতেন অবলীলায়, ব্যাটের হাতও ছিল ভালোই। তবে শেন ওয়ার্নের জীবনের পয়েন্ট ১৯৯১ সালের ডিসেম্বরে। ওয়ার্ন অস্ট্রেলিয়া এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়া সফররত ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে পিটার টেলরের হতাশাজনক পারফরম্যান্স তৃতীয় টেস্টের প্রথম একাদশে ওয়ার্নের জায়গা সুনিশ্চিত করে দেয়। তার পরের ঘটনা সবারেই জানা।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ