প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৫৮ এএম
শেষ ওয়ানডে হারায় সিরিজ
জিতেও পাকিস্তানকে টপকে র্যাংকিংয়ে ছয়ে ওঠা হয়নি। তবে ২-০ ব্যবধানে সিরিজ জিতে
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আটে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রথমটি জিতে এগিয়ে
গিয়েও শেষটা রাঙাতে পারল না টাইগাররা। উল্টো নেমে গেল দশে। এ নিয়ে ম্যাচ শেষে
হতাশাই ব্যক্ত করলেন স্বাগতিক দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার (৫ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘ম্যাচটা যেভাবে শেষ হলো, তা খুবই হতাশার। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আমরা জুটি গড়তে পারিনি। ১৫০-১৬০ রানের উইকেট ছিল না। কিন্তু ১৪০ রান করা যেত। আমরা ওপরের দিকে বড় জুটি গড়তে পারিনি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে কিছু জায়গায় রান করতে হবে। আমি ও মুশফিক চেষ্টা করেছিলাম। কিন্তু ওদের বিপক্ষে বড় কিছু করতে পারিনি।’
স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও তা পর্যাপ্ত ছিল না। তবে তারা সুযোগ তৈরি করেছিল। নাসুম নিজের বোলিংয়ে ছাড়েন হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ। সীমানায় দাঁড়িয়ে আফিফ ও নাঈমের হাত থেকে ফসকে যায় উসমান ঘানির ক্যাচ। মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এই জায়গায় আমাদের কাজ করতে হবে। পরবর্তী টি-টোয়েন্টি খেলার আগে আমাদের সামনে কিছু টেস্ট, ওয়ানডে আছে। সেসব আমাদের ভালো খেলতে হবে। সেগুলো খেলতে মুখিয়ে আছি।’
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। টপ ও মিডল অর্ডারে কেউ দলের হয়ে জুটি গড়তে পারেননি। মুশফিক ও মাহমুদউল্লাহ ৪৩ রানের জুটি গড়লেও তা পর্যাপ্ত ছিল না। তাই ১৪ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে সমতায় সিরিজ শেষ করে আফগানিস্তান।
জেডআই/এফএ