• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

এক লাফে তিন ধাপ এগোলেন লিটন

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১১:৫৩ পিএম

এক লাফে তিন ধাপ এগোলেন লিটন

ক্রীড়া ডেস্ক

গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ধীর গতির ব্যাটিংয়ের কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন লিটন দাস। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দলে জায়গা হারিয়েছিলেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে দলে ফিরেই এই ওপেনার নতুন করে নিজেকে চিনিয়েছেন। সিরিজ শেষ হতেই তার পুরস্কারও পেয়ে গেলেন লিটন।

সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে এক সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরিও করেছেন এই ওপেনার। সেই সুবাদে ওয়ানডে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। বুধবার (২ মার্চ) নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন লিটন দাস।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করলেও ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। তৃতীয় ও শেষ ম্যাচেও লিটনের ব্যাট থেকে আসে ৮৬ রানের ইনিংস। আর তাতে তিন ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে গেছেন তিনি। অন্যদিকে তেমন কিছু না করেও এক ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। এক ধাপ এগিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন অভিজ্ঞ ব্যাটার। ব্যাটিংয়ে আগের মতো শীর্ষেই আছেন পাকিস্তানের বাবর আজম।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৬ নম্বরে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং ভালো করতে পারেননি। যার প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। তিন ম্যাচে তিন উইকেট নিয়ে এক ধাপ পিছিয়ে তার অবস্থান এখন সাত নম্বরে। এই সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে শীর্ষ ১০ বোলারের তালিকায় ফিরেছেন আফগানিস্তানের রশিদ খান। ছয় ধাপ এগিয়ে তার অবস্থান নয়ে। ট্রেন্ট বোল্ট আগের মতোই শীর্ষ ওয়ানডে বোলার।

জেডআই/ডা

আর্কাইভ