• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

প্রথম বল থেকেই মারার চেষ্টা করব : মাহমুদউল্লাহ

প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১০:১৪ পিএম

প্রথম বল থেকেই মারার চেষ্টা করব : মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতোই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বরং ধীর গতির ব্যাটিংয়ে প্রশ্নের সম্মুখীন লাল সবুজ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। কুড়ি ওভারের সিরিজে নিজেকে ফিরে পেতে চান তিনি।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগের দিন বুধবার (২ মার্চ) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি ইনশাল্লাহ্ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারবো। চার মারার চেষ্টা করবো, ছয় মারার চেষ্টা করবো।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিকের করা এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মাহমুদউল্লাহ, 'প্রথমেই জানতে চাই আমার অবস্থান নিয়ে আপনার কোনো সংশয় আছে কি না?' এরপর নিজের উত্তর দেন, 'আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি রাইট ট্র্যাকে আছি। সম্ভবত আমার কিছু রানের প্রয়োজন। তাহলে আমি সঠিক পথে ফিরে আসব। আমার থেকে দলের প্রত্যাশা বেশি। ওয়ানডে সিরিজে সেভাবে রান করতে পারিনি। সামনে ভালো কিছু করার সুযোগ আছে। আমি চেষ্টা করব সেই প্রত্যাশা পূর্ণ করার। আমি ওতটা চিন্তিত নই। আমি হৃদয় দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ।'

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে বিপদে পড়া দলকে উদ্ধার করতে পারেননি। ১৪ রানের ইনিংস খেলে রশিদ খানের বলে বাজে শটে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো মাত্র ৬ রানে অপরাজিত থেকেছেন। আর শেষ ম্যাচে তিন ব্যাটারকে রান আউট করে পড়েন তীব্র সমালোচনার মুখে। ছয়ে নেমে ৫৩ বলে খেলেছেন ২৯ রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল না কোনও বাউন্ডারিও। আপাতত ওয়ানডের এই ব্যাটিং অ্যাপ্রোচ ভুলে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে যেন নতুন শুরুই করতে চান। তাইতো বলেছেন, প্রথম বল থেকেই মারার চেষ্টা করবেন! ম্যাচেই বোঝা যাবে মাহমুদউল্লাহ নিজের খোলস ছেড়ে বেরোতে পারলেন কি না।

জেডআই/

আর্কাইভ