• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে হামলা : আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রাশিয়া

প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:৩৬ পিএম

ইউক্রেনে হামলা : আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রাশিয়া

ক্রীড়া ডেস্ক

ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে একদিন আগেই রাশিয়ার পতাকা ও জাতীয় সংগীত নিষিদ্ধ করেছিল ফিফা কাউন্সিল। এবার আন্তর্জাতিক ফুটবলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফাও।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, 'ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সব মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।'

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে রাশিয়ার জাতীয় ফুটবল দল ও দেশটির সব ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। ইউক্রেনের ওপর আক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সব আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহ্বান জানায়।

ফিফার নিষেধাজ্ঞায় মার্চে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছে না রাশিয়া জাতীয় ফুটবল দল। এ ছাড়া গ্রীষ্মকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ার নারী দল অংশ নিতে পারবে না।

রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোকেও ইউরোপা লিগ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে উয়েফা।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ