• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে হারালো আবাহনী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০২:০৯ এএম

মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে হারালো আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচ রোমাঞ্চকর উত্তেজনা। তবে সময়ের পরিক্রমায় এখন আর সেই জৌলুস নেই। তবুও ঐতিহ্যবাহী ক্লাব দুটির কাছে এটি মর্যাদার লড়াই। আর সেই মর্যাদার লড়াইয়ে আকাশি নীল দলের কাছে হেরেছে সাদা কালোরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমে প্রথম সাক্ষাৎ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। প্রথম দেখায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

প্রথমার্ধে দূরপাল্লার শটে গোল করে আবাহনীকে এগিয়ে নেন সোহেল রানা। দ্বিতীয়ার্ধে মোহামেডানের ওবি মোনেকের ফ্রি কিক ফিরিয়ে লিড ধরে রাখেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল।

লিগে টানা তিন জয় পেল আবাহনী। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস নেমে গেছে দ্বিতীয় স্থানে।

চলতি লিগে এই প্রথম হারের তেতো স্বাদ পেল মোহামেডান। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শন লেনের দল।
জেডআই/ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ