• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৬:৪৬ পিএম

আবাহনী-মোহামেডান মর্যাদার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মোহামেডান ম্যাচ হলেই যেন তা হয়ে ওঠে মর্যাদার লড়াই। এ লড়াইয়ে বাঙালি দুই ভাগে ভাগ হয়ে যায়। তবে সময়ের পরিক্রমায় এখন আর সেই জৌলুস নেই। তবুও ঐতিহ্যবাহী ক্লাব দুটির কাছে এটি মর্যাদার লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এমনই এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পেশাদার লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। ছয়বার শিরোপা জিতেছে তারা। প্রথম তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। বর্তমানে আবাহনী সঠিক পথে থাকলেও ছন্দ হারিয়ে ধুঁকছে মোহামেডান। তারপরও এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানে ভিন্ন আবেগ আর উত্তেজনা। এবার আবারও ভক্ত-সমর্থকদের আবাহনী-মোহামেডান মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। সব আসর মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে অপরাজিত মারিও লামোসের শিষ্যরা। গেল দুই ম্যাচে রহমতগঞ্জ ও শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আবাহনী। দলগত পারফরম্যান্স উপহার দিয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ৯ বারের শিরোপাজয়ীরা।

চলতি আসরে আবাহনীর হয়ে ৫ গোল করা টপ স্কোরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন আছেন দারুণ ছন্দে। সেই সঙ্গে কোস্টারিকান তারকা কলিন্দ্রেসের সঙ্গে জীবন, জুয়েল রানা সেরাটা দিতে মুখিয়ে আছেন। সব মিলিয়ে প্রতিপক্ষকে সমীহ করেই ইতিবাচক খেলার প্রত্যয় লামোস শিষ্যদের।

আবাহনীর কোচ মারিও লামোস বলেন, ‘ঐতিহ্যের লড়াই বিবেচনায় ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো চাপ না নিয়ে খেলতে পারলে জয় পাওয়া সম্ভব। ছন্দে থাকায় ডোরিয়েলটন-কলিন্দ্রেসদের নিয়ে আশাবাদী।

অন্যদিকে, ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে মোহামেডান। সবশেষ চার ম্যাচে দুটিতে জয় আর দুটিতে ড্র করে কিছুটা পিছিয়ে সাদা-কালোরা। সবশেষ মুন্সীগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয়ে নির্ভার মতিঝিলপাড়ার ক্লাবটি। দলে তেমন ইনজুরি নেই। মালের ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে ও ইমন ফর্মে থাকায় স্বস্তিতে মোহামেডান শিবির।

ঐতিহ্যের লড়াইয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে চায় কোচ শেন লেনের শিষ্যরা। এ সম্পর্কে মোহামেডান কোচ বলেন, ‘এই ম্যাচটার জন্য সমর্থকরা অপেক্ষা করছে। আমরা তাদের হতাশ করতে চাই না। ফুটবলাররা শতভাগ প্রস্তুত। আমাদের একটাই লক্ষ্য, পূর্ণ পয়েন্ট পাওয়া।

মুখোমুখি লড়াইয়ে মোহামেডানের চেয়ে আবাহনী এগিয়ে থাকলেও সিলেটে দুই জায়ান্টের দ্বৈরথ দেখার অপেক্ষার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা।

জেডআই/এফএ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ