• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তামিমদের সামনে পাকিস্তানকে টপকে যাওয়ার সুযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০২:৫৫ এএম

তামিমদের সামনে পাকিস্তানকে টপকে যাওয়ার সুযোগ

ক্রীড়া প্রতিবেদক

সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। এই সিরিজ জিতে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসার সুযোগ স্বাগতিকদের সামনে।

সেই লক্ষ্য সামনে রেখে বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। বর্তমানে ৯১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।

আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠ স্থানে উঠবে টাইগাররা। আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮-তে। আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।

জেডআই/এসএডি

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ