• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন কাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০১:৫০ এএম

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন কাল

ক্রীড়া প্রতিবেদক

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে বুধবার (২৩ ফেব্রুয়ারি)। এ দিন ভোটাররা ভোট প্রদান করবেন কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ভোটগ্রহণের মাত্র ২৪ ঘণ্টা আগে সমঝোতার চেষ্টা চলছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার শেখ হামিম হাসান জানিয়েছেন নির্ধারিত সময়েই ভোট হবে।

তিনি জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। বুধবার নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হবে। এ নিয়ে কোনো সংশয় নেই।

এ দিকে সাধারণ সম্পাদক প্রার্থী জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, বুধবার ভোট হবে না। কেউ ভোট দিতে যাবে না। তার সঙ্গে একমত পোষণ করেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডহক কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারও। ইতিপূর্বে তারা নির্বাচন স্থগিতের আবেদন করেছিলেন।

সব মিলিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিভাবক সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ শেষ পর্যন্ত কি করে সেটাই দেখার বিষয়।

আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২০ সালের সেপ্টেম্বরে ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর পর এই ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা।

যদিও গত ৩১ জানুয়ারি ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ ক’জন কাউন্সিলর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সাধারণ সম্পাদক প্রার্থী আমির হোসেন বাহার এবং জোবায়েদুর রহমান রানা নির্বাচন স্থগিতের আবেদন করেন। অ্যাডহক কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারও নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেছিলেন। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে প্রধান নির্বাচন কমিশনার। পরে ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের নতুন দিনক্ষণ ঠিক করা হয়। তবে এ দিন কাউন্সিলরা তাদের ভোটাধকিার প্রয়োগ করবেন কি-না তা নিয়ে সংশয় রয়েই গেছে।

জেডআই/এসএডি

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ