প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১১:০৯ পিএম
জিতলেই মিলবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। এমন সমীকরণ সামনে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার
লিগ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে বসুন্ধরা কিংস। তবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড
সোসাইটির বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
ম্যাচে শেষ অবধি ঘাম ঝরানো জয়ে চূড়ায় পৌঁছে গেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বসুন্ধরা কিংস এরেনায় রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গেল বসুন্ধরা।
এদিন স্বাগতিক বসুন্ধরার খেলোয়াড়দের ঘাম ছুটিয়ে দেয় রহমতগঞ্জের ফুটবলাররা। বিশেষ করে সানডে চিজোবা। রহমতগঞ্জের হয়ে দু’টি গোলই করেই এই নাইজেরিয়ান। বসুন্ধরা কিংসের পক্ষে একটি করে গোল করেন সানডে চিজোবার জোড়া গোলে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নদের তিন গোলদাতা রবসন দি সিলভা রবিনহো, মোহাম্মদ ইব্রাহিম ও ইয়াসিন আরাফাত।
ম্যাচের
২৭ মিনিটে গতবার আবাহনী লিমিটেডে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা গোল করে
দলকে এগিয়ে নেন। মাহমুদুল হাসান কিরনের কর্নারে সানডে চিজোবার হেড গোললাইন থেকে মোহাম্মদ
ইব্রাহিম হেড করে ক্লিয়ার করার চেষ্টা করলেও সফল হননি। বল জড়িয়ে যায় জালে।
৩১
মিনিটে রবিনহোর ক্রস পেয়ে পোস্টে শট নেন বিপলু, তবে গোললাইন থেকে ক্লিয়ার করেন সিওভুশ
আশররোভ। তবে পরের মিনিটে সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাশুক মিয়া জনির সঙ্গে
ওয়ান টু ওয়ান করে বক্সে ঢুকে কোনাকোনি শটে গোলকিপারের ওপর দিয়ে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান
তারকা।
৪৪
মিনিটে লিড নেয় স্বাগতিক বসুন্ধরা। রবিনহোর ভুল পাস থেকে বল নিয়ে ডান পায়ের জোরাল শটে
রহমতগঞ্জের গোলরক্ষককে বোকা বানান ইব্রাহিম।তবে প্রধমার্ধের যোগ করা সময়ে আবারও সমতা
ফেরায় গোলাম জিলানীর শিষ্যরা। এ সময় ফিলিপ আযহাকে ফাউল করেন কাজী তারিক। স্পট কিক থেকে
লক্ষ্যভেদ করেন সানডে চিজোবা। ফলে সমতায় শেষ হয় প্রধমার্ধ।
বিরতির
পর বসুন্ধরা জয়সূচক গোলটি করে ৭৬ মিনিটে। রবিনহোর কর্নার থেকে বদলি নেমে ইয়াসিন আরাফাত
লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। শেষ অবধি এই গোলই ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয় এনে দেয় বসুন্ধরা
কিংসকে।
এবারের
প্রিমিয়ার লিগে সূচনাটা শুভ হয়নি বসুন্ধরা কিংসের। নবাগত স্বাধীনতা কিংসের কাছে অঘটনের
শিকার হয়ে যাত্রা শুরু করে তারা। তবে উত্তর বারিধারার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে
ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে মুক্তিয়োদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে
হারায় তারা। নিজেদের মাঠে চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিতে ৩-০ গোলে উড়িয়ে দেয়
অস্কার ব্রুজনের শিষ্যরা।
অপরদিকে
পাঁচ ম্যাচে এখনও জয়ের নাগাল পায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি। ঢাকা আবাহনীর
বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু হয় পুরান ঢাকার ক্লাবটির। পরের তিন ম্যাচের মধ্যে একটিতে
ড্র করতে সমর্থ হয় তারা। সেই ম্যাচটি ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ৩-৩
গোলে ড্র হয়েছিল খেলাটি। পঞ্চম ম্যাচে বসুন্ধরার কাছে হারল গোলাম জিলানীর শিষ্যরা।
পাঁচ ম্যাচে চার হার আর এক ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ১।
জেডআই/