• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কিংস এরেনায় বসুন্ধরা-রহমতগঞ্জ মুখোমুখি কাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০২:০৫ এএম

কিংস এরেনায় বসুন্ধরা-রহমতগঞ্জ মুখোমুখি কাল

ক্রীড়া প্রতিবেদক

দিন চারেক আগে দেশের প্রথম ক্লাব হিসেবে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে বাংলাদেশ প্র্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার হোম ভেন্যু বসুন্ধরা কিংস এরেনায় দ্বিতীয় এবং লিগে নিজেদের পঞ্চম ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে অস্কার ব্রুজনের শিষ্যরা। খেলাটি শুরু হবে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায়।

এবারের প্রিমিয়ার লিগে সূচনাটা শুভ হয়নি বসুন্ধরা কিংসের। নবাগত স্বাধীনতা কিংসের কাছে অঘটনের শিকার হয়ে যাত্রা শুরু করে তারা। তবে উত্তর বারিধারার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে মুক্তিয়োদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় তারা। নিজেদের মাঠে চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিতে ৩-০ গোলে উড়িয়ে দেয় অস্কার ব্রুজনের শিষ্যরা।

অপরদিকে চার ম্যাচে এখনও জয়ের নাগাল পায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি। ঢাকা আবাহনীর বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু হয় পুরান ঢাকার ক্লাবটির। পরের তিন ম্যাচের মধ্যে একটিতে ড্র করতে সমর্থ হয় তারা। সেই ম্যাচটি ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ৩-৩ গোলে ড্র হয়েছিল খেলাটি।

বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে রহমতগঞ্জকে। কারণ নিজেদের মাঠে এরই মধ্যে পুলিশ এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কিংস এরেনার অভিষেক রাঙিয়েছে চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও বড় ব্যবধানে জিততে চাইবে রবিনহো-কিংসলেরা।

এখন পর্যন্ত ৪ ম্যাচে তিন জয় আর এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রয়েছে ঢাকা আবাহনী। সমান সংখ্যক ম্যাচ খেলে তিন জয় আর এক হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস। অপরদিকে চার ম্যাচে এক ড্র ও তিন হারে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রহমতগঞ্জ।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ