• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও অবনতি টাইগারদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১১:৫৫ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও অবনতি টাইগারদের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আবারও অবনতি ঘটেছে বাংলাদেশের।ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাংকিয়ে ৯ নম্বর থেকে দশে নেমে এসেছে টাইগাররা। তবে ইংলিদের টপকে শীর্ষে পৌঁছে গেছে ভারত।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাংকিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। ১০ হাজার ৪৮৪ পয়েন্ট নিয়ে র র‌্যাংকিয়ের এক নম্বর দল এখন রোহিত শর্মার দল।

সমান সংখ্যক ম্যাচ খেলে রেটিং পয়েন্ট সমান থাকলেও মূল পয়েন্টের ১০ ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। তাদের বর্তমান পয়েন্ট ১০ হাজার ৪৭৪।

তিনে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৬৬। ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ২৪৯। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আটে রয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা। টাইগারদের অবস্থান দশে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।

জেডআই/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ