প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৩:৫৬ পিএম
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও শেষ হয়নি। তার মধ্যে দুটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ক্রিকেটারদের নজড় ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের দিকে। পরিস্থিতির অবনতি না ঘটলে আগামী ৩১ মে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট আসর।
এবার টি-২০ ফরম্যাটে
হবে প্রিমিয়ার লীগের সব খেলা। এরই
মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকাদের পাশাপাশি
বেশ কয়েকজন লোকাল খেলোয়াড় এবং টিম অফিসিয়ালরা।
তার
মধ্যেই সবগুলো দল তাদের প্রস্তুতি
শুরু করে দিয়েছে। বিশ্বসেরা
অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়দের
দায়িত্ব দিয়েছে দেশে ঐতিহ্যবাহী ক্লাব
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাব
কর্তারা মিলে সাকিবকেই এবারের
লীগে দল পরিচালনার দায়িত্ব
দিয়েছেন। মোহামেডানের ক্লাব থেকে প্রাপ্ত মেইল
বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কা
বিপক্ষে সিরিজের পর এক দিন
বিশ্রাম পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জাতীয়
দলের ক্রিকেটারদেরও জৈব সুরক্ষা বলয়ের
পূর্বে করোনা পরীক্ষা করাতে হবে। আবাহনী-প্রাইম
ব্যাংক ছাড়া কয়েকটি দল
প্রস্তুতি শুরু করবে রোববার
(৩০ মে) থেকে।
তার
আগে মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকতসহ তারকাবহুল দল আবাহনীও অনুশীলন
শুরু করে আগামীকাল থেকে।
প্রায় একই অবস্থা প্রাইম
ব্যাংকেরও। তামিম ইকবাল, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা
আছেন এ দলে।
হাসিব/নির্জন