প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০২:১৪ এএম
৫৫ বিঘা জমি নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের। ক্রমান্বয়ে সেটি বাড়তে বাড়তে ৩০০
বিঘাতে ঠেকেছে। বিশাল এই জমিতে ফুটবল, ক্রিকেট, হকি এবং ভলিবল গ্রাইন্ডসহ নারী ফুটবলারদের পৃথক ‘ডেডিকেটেড’ স্টেডিয়ামও নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা ও বাংলাদেশ পুলিশের ম্যাচ দিয়ে অভিষেক হলো
ফুটবল মাঠ বসুন্ধরা কিংস এরেনার।
এদিন দেশের অত্যাধুনিক এই ফুটবল মাঠের উদ্বোধন
করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'আমাদের যে ইনডোর
একাডেমি করছি সেটায় চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আমরা
ফ্র্যাঞ্চাইচ নিতে। আমাদের এই একাডেমিতে অন্তত পক্ষে এক হাজার ছেলে থাকতে পারবে, তারা খেলা শিখতে পারবে। মেয়েদের জন্য
আমরা একাডেমির ব্যবস্থা রেখেছি এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু বলা যায় যে গর্ব।
খেলাধুলায় তারা অনেক এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট সব খেলায়। '
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, 'আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাংবাদিক এবং যারা এখানে আসছেন এবং যারা এই কমপ্লেক্স করার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ! আমি আজকে এই শুভক্ষণে বসুন্ধরা কিংসের এই ফুটবল মাঠ উদ্বোধন করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহ-সভাপতি ইমরুল হাসান সুমন, মহিউদ্দিন আহমেদ মহি ও বাফুফে নির্বাহী সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রাথমিকভাবে ২০০ বিঘা জমিতে স্পোর্টস
কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে নতুন নতুন পরিকল্পনায় বেড়েছে জমির
পরিমাণ। ৩০০ বিঘা জমির ওপরে রূপ নিতে চলা এ স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণব্যয় ধরা
হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। যেখানে ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, ভলিবল মাঠ হবে। আর্চারি-শুটিংয়ের ব্যবস্থাও
থাকবে। আধুনিক জিমনেশিয়াম, যোগ
ব্যায়ামের জন্য জায়গাও রাখা হয়েছে। হবে ক্রিকেট মাঠও। থাকবে ওয়াটার পার্ক, কিডস জোন। নারী ফুটবলারদের জন্য হবে
ডেডিকেটেড স্টেডিয়ামও হবে।
জেডআই/ডাকুয়া