প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০১:৪৮ এএম
মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে দলটির খেলোয়াড়দের মৌখিক সতর্কতার নির্দেশও প্রদান করেছে। এছাড়া সাইফ এসসির ইভেন্ট ম্যানেজারকে সতর্কতার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তবে জামাল ভূঁইয়ার লাথি কাণ্ডের আরো তদন্ত করবে কমিটি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি)
বাফুফে ভবনে ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সভা শেষে এমন তথ্য
জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে সাইফ এসসির অধিনায়ক জামাল ভূঁইয়া
যে রেফারিকে লাথি মেরেছেন, সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফের ডিসিপ্লিনারি
কমিটি। এই বিষয়ে আরো অধিতকর তদন্ত (ফরেনসিক ইনভেস্টিগেশন) করা হবে। তারপর সিদ্ধান্ত
হবে।
বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘জামাল ভূঁইয়ার বিপক্ষে রেফারিকে লাথি মারার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়গুলো ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে এসেছে। তাই এটাকে বাফুফের পক্ষ থেকে ফরেনসিক ইনভেস্টিগেশন করা হবে যথাযথ কৃর্তৃপক্ষের মাধ্যমে। সেই রিপোর্ট পাওয়ার পর বিষয়টা পূরণায় ডিসিপ্লিানরি কমিটির সভায় দেয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে।'
এ ঘটনার জের ধরে
সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ
রাসেলের মধ্যকার ম্যাচে ভুল পেনাল্টি
দেয়ার কারণে রেফারি বিটুরাজকে
সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গেল
১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের ম্যাচে মুখোমুখে
হয় সাইফ এসসি ও শেখ রাসেল কেসি। ম্যাচের ৩৯ মিনিটে সাইফের বিপক্ষে পেনাল্টির বাঁশি
বাজান রেফারি। বিতর্কিত এই পেনাল্টি নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। রেফারির এমন সিদ্ধান্ত
মানতে পারেননি সাইফের খেলোয়াড়রা। রেফারির সিদ্ধান্তের সম্মিলিত প্রতিবাদ জানান তারা।
আবেগের বশবর্তী
হয়ে অনেকে অখেলোয়াড়সুলভ আচরণ করেন। এ নিয়ে ম্যাচ শেষে রেফারি এবং ম্যাচ কমিশনার বাফুফের
কাছে নিজেদের রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টে সাইফ এসসির অধিনায়ক জামাল ভূঁইয়ার দ্বারা
রেফারিকে লাথি মারার বিষয়টিও উল্লেখ করেন ম্যাচ কমিশনার-রেফারি। রিপোর্টের প্রেক্ষিতে
পরে সাইফ এসসি এবং জামালকে শোকজ নোটিশ দেয় বাফুফে।
জেডআই/