• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৮ আফগান ক্রিকেটার করোনা পজিটিভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:৪৫ পিএম

৮ আফগান ক্রিকেটার করোনা পজিটিভ

সিলেট ব্যুরো

বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের ৮ ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। দলের সাপোর্ট স্টাফের ৩ সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা পজিটিভ হয়েছেন।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিসিবি এক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। 

গত শনিবার ঢাকা পৌঁছায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। রবিবার ২৩ সদস্যের বহর যায় সিলেটে। সেদিনই করোনা পরীক্ষা করা হয় আফগানদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসে আফগাান ক্রিকেট দল।

১৪ ফেব্রুয়ারি জানা যায়, কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার জানা গেল- সফরে থাকা ৮ ক্রিকেটারসহ ৩ সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তারা সবাই আইসোলেশনে আছেন।

দলের বাকি সদস্যরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। মার্চে হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

ডাকুয়া/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ