• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ডরিয়েলটনের হ্যাটট্রিকে বিধ্বস্ত রহমতগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:০৮ এএম

ডরিয়েলটনের হ্যাটট্রিকে বিধ্বস্ত রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের হ্যাটট্রিকে ঢাকা আবাহনীর কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মাত্র পাঁচ মিনিটে পরপর তিনটি গোল করেন এই ফরোয়ার্ড। সেই সুবাদে রবিবার (১৩ ফেব্রুয়ারি) টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩-০ গোলের বড় জয় পেয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আবাহনী। তৃতীয় ম্যাচে জয়ে ফিরল আকাশী-নীল জার্সিধারীরা।

যদিও এদিন ম্যাচের শুরুতে আবাহনীর ওপর আধিপত্য বিস্তার করেছিল রহমতগঞ্জের খেলোয়াড়রাই। দশম মিনিটে সানোয়ার হোসেনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ২১তম মিনিটে সিওভুস আসরোরভের ফ্রি কিক দারুণভাবে সেভ করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল।

তবে প্রথমার্ধের শেষ দিকে ছন্দে ফেরে ঢাকা আবাহনীর খেলোয়াড়রা। ৩৯তম মিনিটে সুশান্ত ত্রিপুরার থ্রো ইনে ডরিয়েলটনের হেড পাসে নাবীব নেওয়াজ জীবনের হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে ফেরান রহমতগঞ্জের গোলরক্ষক রাকিবুল হাসান তুষার।

৪০ থেকে যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত তুষারের ওপর দিয়ে গোলের ঝড় বয়ে যায়। ডেনিয়েল কলিনদ্রেসের কর্নার থেকে আসা বলে জোরাল হেডে লক্ষ্যভেদ করেন ডরিয়েলটন। তিন মিনিট পর আবারও কলিনদ্রেস-ডরিয়েলটন জাদু। কোস্টারিকার ফরোয়ার্ডের থ্রু পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষকের ফাঁক দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডরিয়েলটন। নুরুল নাইম ফয়সালের পাস ধরে আক্রমণে ওঠা এই ব্রাজিলিয়ানকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক তুষার। আলতো টোকায় ফাঁকা পোস্টে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন ৩১ বছর বয়সী ডরিয়েলটন। জার্সি খুলে হ্যাটট্রিক উদযাপন করতে গিয়ে হলুদ কার্ড দেখেন তিনি।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আবাহনী, কিন্তু গোল মেলেনি। ৫৯তম মিনিটে দলটির মিডফিল্ডার আবু সাইদের শট ক্রসবার কাঁপায়।

রহমতগঞ্জ ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পায় ৭২তম মিনিটে। সানডে চিজোবাকে বক্সে সুশান্ত ফাউল করলে পেনাল্টি পায় তারা। কিন্তু গতিহীন শটে শহীদুলের হাতে বল তুলে দিয়ে হতাশা বাড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে দোরিয়েলতনের শট লক্ষ্যে থাকেনি। ফয়সালের দূরপাল্লার শট আটকান রহমতগঞ্জ গোলরক্ষক। এরপর জীবনের পাস ধরে বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি কলিনদ্রেস। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

দিনের আরেক ম্যাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ৩৯তম মিনিটে আইজার আখমেদভের স্পট কিক থেকে ব্যবধান গড়ে দেন।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট আবাহনীর। তাদের সমান পয়েন্ট শেখ জামালেরও। ৫ পয়েন্ট শেখ রাসেলের। প্রথম হারের স্বাদ পেলেও ৬ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে সাইফ স্পোর্টিং।

জেডআই/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ