• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আইপিএল নিলামে হঠাৎ জ্ঞান হারালেন উপস্থাপক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৯:৩৭ পিএম

আইপিএল নিলামে হঠাৎ জ্ঞান হারালেন উপস্থাপক

ক্রীড়া ডেস্ক

শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দু’দিনব্যাপী মেগা অকশান। ১৫তম আসরের এই মেগা অকশানে শুরুতেই ঘটে গেল এক অঘটন। ব্রিজেশ প্যাটেলের উদ্বোধনী ভাষণ শেষে নিলাম সঞ্চালনায় আসেন হিউ অ্যাডমিডস।

১০ আইকন তারকার নিলাম শেষে দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল। শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। উপস্থাপক হিউ অ্যাডমিডস আচমকাই পড়ে গেলেন স্টেজে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ ঘটনায় থমকে গেছে নিলাম। আপাতত সব কার্যক্রম বন্ধ। অবশ্য এ ঘটনার পর মধ্যাহ্নভোজের বিরতি নেয়া হয়েছে।

ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি জানিয়েছেন, সুস্থ হয়েছেন সঞ্চালক হিউ অ্যাডমিডস।

নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয়।

জেডআই/ফিরোজ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ