• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মালদ্বীপ জয় করেই দেশে ফিরছে ভলিবল দল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:৩০ পিএম

মালদ্বীপ জয় করেই দেশে ফিরছে ভলিবল দল

ক্রীড়া প্রতিবেদক

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রবিবার (১৩ ফেব্রুয়ারি) জয়ী দলকে সঙ্গে করে দেশে ফিরবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

প্রথম ম্যাচে মালদ্বীপের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে কিছুটা হিমশিম খায় বাংলাদেশ দল। তবে দ্রুতই কন্ডিশনের  সঙ্গে নিজেদের মানিয়ে সিরিজের শেষ দুই প্রীতি ম্যাচ জিতে নেয় লাল-সবুজ দল। 

মাঠে বসে খেলাগুলো উপভোগ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল, মো. আজিজুর রহমানসহ ফেডারেশনের নির্বাহী সদস্য কাজী আব্দুল হান্নান ও মো. আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

রবিবার সন্ধ্যা ৬টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিজয়ী দলকে নিয়ে দেশে ফিরবেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


জেডআই/ফিরোজ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ