• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের শেষ প্রীতি ম্যাচ শুক্রবার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০১:৩১ এএম

মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের শেষ প্রীতি ম্যাচ শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে এরই মধ্যে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম ম্যাচে হারলেও জিতেছে দ্বিতীয় প্রীতি ম্যাচ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বাংলাদেশ দলের সঙ্গে সপরিবারে মালদ্বীপ গেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ মালদ্বীপের মধ্যেকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতিও সময় তার পাশে বসে খেলা দেখেন।

উভয় দলের খেলাগুলো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও ৭১ টিভি এবং টি-স্পোর্টস খেলা গুলো সরাসরি সম্প্রচার করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে উভয় দেশের ক্রীড়া মন্ত্রী ভলিবল ফেডারেশনের সম্মতিতে এই প্রীতি ম্যাচ নির্ধারণ করা হয়।

জেডআই/নূর

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ