• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সাইফের কাছে পাত্তাই পেল না রহমতগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ১১:২৫ পিএম

সাইফের কাছে পাত্তাই পেল না রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

নিজেদের প্রথম ম্যাচে একেবারে শেষ মুহূর্তে পাওয়া গোলে জয় দিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগে যাত্রা শুরু করে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে জামাল ভূঁইয়ারা।

বুধবার ( ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনু্ষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে - গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

এ দিন বলতে গেলে সাইফের কাছে পাত্তাই পায়নি রহমতগঞ্জের খেলোয়াড়রা। শুরু থেকেই জামাল ভূঁইয়াদের একের পর এক আক্রমণে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকে তারা।

সেই ধারায় ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। সময় সতীর্থের ক্রসে দুর্দান্ত হেডে রহমতগঞ্জের গোলরক্ষকে বোকা বানান ফয়সাল আহমেদ ফাহিম (-)

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ স্পোর্টিং। রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাওয়ার শটে দর্শনীয় গোলটি করেন এমেকা অগবার্গ। - গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় সাইফ স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মেরাজ হোসেন। - গোলে পিছিয়ে পড়ে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে আসে রহমতগঞ্জ। ৭১ মিনিটে তার ফলও পায় তারা। রহমতগঞ্জের হয়ে একটি গোল পরিশোধ করেন সানডে সিজবা (-)

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় - গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। চলমান লিগে দুই ম্যাচে সাইফের এটি টানা দ্বিতীয় জয়।

এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের দ্বিতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। অপরদিকে সমান ম্যাচ খেলে পয়েন্ট শূন্য থেকে তলানিতে অবস্থান রহমতগঞ্জের।

জেডআই/নূর/ডাকুয়া

আর্কাইভ