ক্রীড়া ডেস্ক
খারাপ সময় পাড় করছে ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের দেখা নেই। ক্লাব ফুটবলে টানা ৫ ম্যাচ গোলশুণ্য এই পর্তুগীজ ফুটবলার। স্থান পাচ্ছেন না সেরা একাদশেও।
এই তো সেদিন ৩৭ এ পা রাখলেন তিনি। এই বয়সে যখন অনেকেই ফুটবলকে বিদায় বলেছেন, তখন নিজেকে পারফেক্ট রাখতে রোনালদোর প্রাণান্ত চেষ্টা অনেকের জন্যই অনুপ্রেরণা। কিন্তু তিনিতো মেশিন নন।
টেবিলের তলানীর দল বার্নলির বিপক্ষে রোনালদোকে সাইড বেঞ্চে রেখেই সেরা একাদশ সাজিয়েছিলেন ম্যান ইউ বস রাল্ফ রাংনিক। ম্যাচের ১২ মিনিটে লিডও নিতে পারতো। কিন্তু ভারের কারণে বাতিল হয়ে যায় রাফায়েল ভারানের গোল।
৬ মিনিট পর ঠিকই এগিয়ে যায় রেড ডেভিলরা। গোল করেন পল পগবা।
জয়ের স্বপ্ন দেখলেও বিরতির পর বাঁধ সাধে বার্নলি। জে রদ্রিগেজের গোলে সমতায় ফেরে দলটি। ম্যাচে লিড নেয়ার চেষ্টায় ৬৮ মিনিটে কাভানিকে বসিয়ে রোনালদোকে মাঠে নামান রাল্ফ রাংনিক। কিন্তু কাজের কাজ হয়নি।
ক্লাবের জার্সিতে টানা পঞ্চম ম্যাচ গোলশুণ্য থেকে মাঠ ছাড়লেন এই পর্তুগীজ পোস্টার বয়। ২০১০ এ রিয়াল মাদ্রিদ-এর জার্সি গায়ে শেষ টানা ৫ ম্যাচ গোলশুণ্য ছিলেন তিনি। এই ড্র টেবিলের পঞ্চম স্থানে নামালো তার দল ইউনাইটেডকে।
এমএএন/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন