• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

লতার শোকে কাতর ভারতীয় ক্রিকেটাঙ্গন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ১১:৫০ পিএম

লতার শোকে কাতর ভারতীয় ক্রিকেটাঙ্গন

ক্রীড়া ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়াঙ্গণ। সুরসম্রাজ্ঞীর মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন ক্রীড়াজগতের কিংবদন্তিরা।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পরলোকগমন করেন লতা মঙ্গেশকর। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মহারাষ্ট্রভূষণসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন লতা, তার মৃত্যুতে গোটা শোকস্তব্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শচীন টেন্ডলকার লিখেছেন, 'লতাজির জীবনের একটি অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি সবসময় আমাকে তার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছিলেন। তার মৃত্যুতে, আমার একটি অংশও হারিয়ে গেছে। তিনি সবসময় তার সঙ্গীতের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।'

সদ্য সাবেক হওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'লতাজির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তার সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।'

অনিল কুম্বলে লিখেছেন, 'লতাজির অবিনাশী কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।'

ভিভিএস লক্ষণ লিখেছেন, 'ভারতরত্ন লতা মঙ্গেশকর দিদির বিদায়ের খবরে মর্মাহত। তার আওয়াজ ও গান, অমর হয়ে রইবে। তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।'

লতা মঙ্গেশকরের মৃত্যুতে হরভজন সিংও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। সাবেক এই অফ স্পিনার লিখেছেন, 'লতাজীর প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে। আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে। কোটি কোটি প্রণাম।'

শোকস্তব্ধ গৌতম গম্ভীর। তিনি লিখেছেন, 'লেজেন্ডস অনন্তকাল বেঁচে থাকেন। তার মতো কখনই কেউ হবে না।'

ভারতীয় ফুটবলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও শোকে কাতর, 'লতা মঙ্গেশকরের বিদায়ে আমরা মর্মাহত, ভারতের গানের পাখি। তার আত্মা চিরশান্তি পাক।'

ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, 'ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার কণ্ঠস্বর আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।'

বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।'

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, 'ভারতের গানের পাখি, যার গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তার পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।'

এদিকে বিসিসিআইয়ের সচিব জয় শাহও সুর সম্রাজ্ঞীর মৃত্যুতে শোকস্তব্ধ। তিনিও নিজের টুইট বার্তায় জানিয়েছেন, 'লতা দিদি নিজের সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন। তিনি বিভিন্নরকমের ভাবনা নিয়ে আসতে পারেন। তার এমনই শক্তি। তার ক্রিকেটে গভীর আকর্ষণ ছিল। উনি আর আমাদের মধ্যে নেই এই খবর হৃদয় ভেঙে দেয়। এটা একটা অপূরণীয় ক্ষতি।'

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ