• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মুজিববর্ষ দ্বিতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৮:২১ পিএম

মুজিববর্ষ দ্বিতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে শুরু হলোমুজিববর্ষ দ্বিতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতা-২০২২ বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনস্থ আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)

সময় উপস্থিত ছিলেন- সহকাররি পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার স্পোর্টস) রাজিব গাইন, বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান প্রমুখ।

গেল বছরের মাঝামাঝি সময়ে দেশে নতুন খেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ফুটভলির। ফুটবল এবং ভলিবলের সংমিশ্রণে খেলাটি হয় ভলিবল কোর্টে ফুটবলের নিয়মে। ওই বছর অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় ফুটভলি প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় বছর মাঠে গড়ায় দ্বিতীয় আসর।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় নারী পুরুষ বিভাগে মোট ১৪টি দলের শতাধিক খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান বলেন, ‘প্রথমেই ওয়ালটনকে ধন্যবাদ জানাই। কারণ তাদের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে ফুটভলি প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘সামনে আমাদের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সেটি থাইল্যান্ডে হওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে ৪০ জনের একটি আবাসিক ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দল গঠন করা হবে।

ফুটভলি অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা বরাবরই ছোট ছোট খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকি। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতেই আমাদের এই প্রত্যয়। তাছাড়া আমি নিজেও এই অ্যাসোসিয়েশনের সভাপতি। খেলাটিকে সারা দেশে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠন করা হবে।

মুজিববর্ষ ওয়ালটন ২য় জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৪টি এবং নারী বিভাগে ৮টি দল অংশগ্রহণ করছে। ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে তারিখে।

পুরুষ বিভাগে দলগুলো গুলো হলো -

. বাংলাদেশ পুলিশ ফুটভলি ক্লাব . বাংলাদেশ আনসার ভিডিপি . শেখ রাসেল স্পোর্টস একাডেমি . জহিরুল স্পোর্টিং ক্লাব . মা মনি স্পোর্টিং ক্লাব . মিরপুর ফুটভলি একাডেমি . খুলনা জেলা ক্রীড়া সংস্থা . আলতাব হোসেন ফুটভলি একাডেমি . স্যান্ড এঞ্জেল ফুটভলি ক্লাব ১০. নাইন স্টার যুব সংঘ ১১. সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ১২. আরামবাগ স্পোর্টস ক্লাব ১৩. সাভার কমিউনিটি একাডেমি ১৩. ফিরোজ স্মৃতি সংঘ। 

নারী বিভাগে দলগুলো হলো-

. বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব . বাংলাদেশ আনসার ভিডিপি . শেখ রাসেল স্পোর্টস একাডেমি . জহিরুল স্পোর্টিং ক্লাব মা মনি স্পোর্টিং ক্লাব . মিরপুর ফুটভলি একাডেমি . খুলনা জেলা ক্রীড়া সংস্থা . আলতাব হোসেন ফুটভলি একাডেমি।

জেডআই/নূর

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ