প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৮:৫১ পিএম
চলতি বছর নিউজিল্যান্ডে বসছে
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। নারীদের সর্ববৃহৎ এই টুর্নামেন্ট সামনে রেখে দল ঘোষণা
করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬
সদস্যের মধ্যে রয়েছেন জাহানারা আলম।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করা হয়। এর আগে শৃঙ্খলাজনিত কারণে কমনওয়েলথ গেমস বাছাইপর্বের মূল দলে জাহানারাকে রাখা হয়নি। তবে বিশ্বকাপের জন্য অভিজ্ঞ এই ক্রিকেটারকে ঠিকই দলে ভেড়ানো হয়েছে।
ঘোষিত স্কোয়াডের সদস্যরা শনিবার (২৯ জানুয়ারি) থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে।
আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নারী দল এর আগে বিশ্ব আসরে খেললেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে বাংলাদেশে প্রথম ম্যাচ ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে।
নারী বিশ্বকাপে বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা এবং সুরাইয়া আজমীম।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা :
৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)
১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)
২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন)
২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)।
জেডআই/ডা