প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৫:১৩ পিএম
দলের বড় তারকা লিওনেল মেসিকে
ছাড়াই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা।
শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে
স্বাগতিক চিলিকে ২-১ গোলে হারিয়েছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাছাইপর্বে এটি আর্জেন্টাইনদের নবম জয়। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
ম্যাচ ঘড়ির নবম মিনিটেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি না থাকায় আর্মব্যান্ড উঠেছে দি মারিয়ার হাতে্। পিএসজি এই মিডফিল্ডারের লক্ষ্যভেদেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রোদ্রিগো দে পলের পাস ধরে দারুণ শুরু এনে দেন তিনি। যদিও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি চিলির। বেন দিয়াসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
গোলের নেশায় মাঠে নামা আর্জেন্টিনা বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন লাউতারো। ৩৪ মিনিটে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৩০ গজ থেকে দে পলের নেওয়া জোরালো শট প্রতিহত করেন ক্লাউদিও ব্রভো। ফিরতি বলে শট করে জালে পাঠান লাউতারো।
দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দলগুলো।
জেডআই/