• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বরিশালকে ১২৬ রানের চ্যালেঞ্জ সাকিবদের

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:২২ পিএম

বরিশালকে ১২৬ রানের চ্যালেঞ্জ সাকিবদের

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচ জিততে ফরচুন বরিশালকে ১২৬ রানের চ্যালেঞ্জ জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে বন্দর নগরীর দলটি।

শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বল হাতে ফরচুন বরিশালের ইনিংস শুরু করা নাঈম হাসান তৃতীয় বলেই সাফল্য এনে দেন। দলীয় ৬ রানে ওপেনার কেনার লুইসকে ফেরান তিনি। ৩ বল খেলে ১ চারে ব্যক্তিগত ৬ রান করেছিলেন তিনি।

শুরুতেই কেনার লুইস ফিরে যাওয়ায় উইকেটে উইল জ্যাকসের সঙ্গী হোন আফিফ হোসেন ধ্রুব। তবে তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে আলজারি জোসেফের প্রথম বলেই ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি। ৬ বল খেলে ১ ছক্কায় ব্যক্তিগত ৬ রানে ফিরেন আফিফ।

দলীয় ২২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাট হাতে উইকেটে নামা সাব্বির রহমানও দলকে হতাশ করেন। ৮ বলে দুই চারে ব্যক্তিগত ৮ রান করা সাব্বিরকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে নিজের প্রথম সাফল্যের দেখা পান সাকিব। সাকিবের এ উইকেট শিকারে দলীয় ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম বরিশালকে ১২৬ রানের চ্যালেঞ্জ সাকিবদের।

এরপর চট্টগ্রাম শিবিরে বড় ধাক্কাটা দেন জেক লিন্টট। একের পর এক ব্যাটার যখন সাজঘরে ফেরার পথে ছিলেন, বিপরীতে ব্যাট হাতে দলের স্কোর বড় করার দৌড়ে ছিলেন ওপেনার উইল জ্যাকস। তবে তাকেও এলবিডব্লিউ ফাঁদে ফেলেন জেক লিন্টট। উইল জ্যাকস ব্যক্তিগত ১৬ রানে (২০ বল) ফিরে গেলে ৪২ রানে ৪ উইকেট হারায় বরিশাল। এরপর ব্যাট হাতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও থিতু হতে পারেনি। দলের দুঃসময়ে ব্যাট হাতে ২০ বল খেলে ফেরেন মাত্র ৯ রানে। ফলে ১১ দশমিক ৩ ওভারে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ব্যাটারদের যাওয়া-আসার মাঝে দল তাকিয়ে ছিল শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটের দিকে। তবে তিনিও হতাশ করেন। ২৩ বল মোকাবিলা করে ফেরেন ১৪ রানে। তার এ ইনিংসে একটি ছক্কার মার ছিল। ১৪তম ওভারের শেষ বলে শামীম চলে যাওয়ায় দলীয় ৬৩ রানে ষষ্ঠ উইকেট হারায় চট্টগ্রাম।

সপ্তম উইকেট জুটিতে ৩২ রানের জুটি গড়েন নাঈম ইসলাম এবং বেনি হাওয়েল। ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে নাঈম ফিরলে তাদের জুটি ভাঙে। ১৮ বলে ১৫ রান করেন নাঈম। ফলে দলীয় ৯৫ রানে সপ্তম উইকেট হারায় চট্টগ্রাম।

জেডআই/ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ