• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মেসিকে বাদ দিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৬:১২ এএম

মেসিকে বাদ দিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হয়নি আলবিসেলেস্তেদের। আগামী ২৮ জানুয়ারি চিলি এবং ২ ফেব্রুয়ারি কলম্বিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে ঘোষিত দলে জায়গা হয়নি লিওনেল মেসির।

এই দুই ম্যাচে মেসি থাকবেন না সেটি অবশ্য কিছুটা অনুমিতই ছিল। কারণ ফিটনেস ও করোনা ইস্যু। যদিও করোনামুক্ত হয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন সুপার স্টার। তবে এখনও পুরোপুরি ফিট নন তিনি। মেসি না থাকলেও লিওলেন স্কালোনি দলে জায়গা দিয়েছেন লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালাদের।

মেসিকে দলে না রাখার পেছনে কাজ করেছে। বার্সেলোনা থেকে গত আগস্টে পিএসজিতে যাওয়া মেসি কখনও চোট, কখনও আর্জেন্টিনার হয়ে খেলার কারণে প্যারিসে সেভাবে থিতুই হতে পারেননি। বাছাই পর্বের সর্বশেষ রাউন্ডেই যেমন, চোটের কারণে পিএসজিতে খেলতে না পারা মেসি চোট থেকে উঠেই খেলতে চলে গিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে।

সে সময় কিছুটা ক্ষুব্ধই হয়েছিল পিএসজি। সব মিলিয়ে পিএসজিও তাই চাইছিল, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা এবার মেসিকে না ডাকুক। শেষ পর্যন্ত তা-ই হলো।

দলে গোলরক্ষক হিসেবে আছেন ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো। মার্টিনেজ গত বছর কোপা আমেরিকা জয়ের পর থেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাকেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিফেন্ডার হিসেবে যারা স্কালোনির দলে জায়গা পেয়েছেন তারা হলেন- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল ৬টা ১৫ মিনিটে স্বাগতিক চিলির বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা। এরপর ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার মোকাবিলা করবে তারা।

বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

মিডফিল্ডার: নিকোলাস গঞ্জালেস, লুকাস অক্যাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ