• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনার ভয়াবহতার বর্ণনা দিলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৪:৫৩ পিএম

করোনার ভয়াবহতার বর্ণনা দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবের ভয়াবহতার ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায় সপ্তাহখানেক ভোগার পর এই ভাইরাস থেকে মুক্তি পান আর্জেন্টাইন এই সুপারস্টার। সুস্থের পর বিশ্ববাসীকে এর ভয়াবহতার বর্ণনা দেন মেসি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

মেসি বলেন, ‘করোনার প্রভাবের ভয়াবহতা বুঝাতে পারব না। সুস্থ হওয়ার পর শরীর থেকে এখনও প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটেনি। পুরোপুরি সেরে উঠতে যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছে করোনা।তবে শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- ‘আপনারা জানেন আমি করোনায় আক্রান্ত হই। ওই সময় আমি যাদের কাছ থেকে বার্তা পেয়েছিলাম তাদের ধন্যবাদ জানাই। আমি যতটা দ্রুত সেরে উঠব ভেবেছিলাম, সেরে উঠতে এর চেয়ে বেশি সময় লেগেছে।

মেসি আরও লেখেন- ‘এখন আমি ঠিক আছি। প্রায় সেরে উঠেছি। আমি দ্রুত মাঠে নামার অপেক্ষায় আছি। শতভাগ দেয়ার জন্য অনুশীলন করছি। বছর আরও চ্যালেঞ্জ আসছে। আশা করি, আবার নিজেদের মধ্যে দেখা হবে।

নূর/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ