• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফিটনেস নিয়ে কাজ করছেন সাকিব

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০২:৪৭ এএম

ফিটনেস নিয়ে কাজ করছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু বেশ কিছুদিন ধরেই সেই  পরিচিত রূপে দেখা যাচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। তার মধ্যেই নিউজিল্যান্ড সফরে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দেশে ফিরে খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে।

তবে সাকিবের আসল লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিএল  খেলে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। পাশাপাশি নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্য সামনে রেখে বিসিএল খেলতে সিলেটে যাওয়ার সময় ব্যক্তিগত ফিটনেস ট্রেনার সঙ্গে করে নিয়ে গেছেন সাকিব।

জানা গেছে, সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে তিনি থাকছেন না। বিশ্বসেরা অল-রাউন্ডার অন্য একটি রিসোর্টে নিজের মতো করে থাকছেন। তাকে নিয়মিতই জিমনেশিয়ামে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে দেখা যাচ্ছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন সাকিব। এক ম্যাচ বাকি থাকতেই ইনডিপেনডেন্স কাপের ফাইনালের দিকে অনেকটা এগিয়ে গেছে সাকিবের দল মধ্যাঞ্চল। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ৮ম আসরে সাকিব খেলবেন ফরচুন বরিশালের হয়ে। একই দলে খেলবেন টি-টোয়েন্টির 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল এবং আরেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্র্যাভো। ফরচুন বরিশালের একটা অনুষ্ঠানে যোগ দিতেই সাকিব লিগ ছেড়ে আপাতত ঢাকায় অবস্থান করছেন।

জেডআই/

আর্কাইভ