• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

কিম ইয়াংয়ের অধীনে শুটার শাকিলের প্রস্তুতি

প্রকাশিত: মে ২৭, ২০২১, ১২:২৩ এএম

কিম ইয়াংয়ের অধীনে শুটার শাকিলের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন টোকিও অলিম্পিক গেমস সামনে রেখে কোরিয়ান কোচ কিম ইল ইয়াংয়ের অধীনে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন শুটার শাকিল আহমেদ। বুধবার (২৬ মে) দুপুরে গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে পিস্তল বিভাগের নতুন কোচ কিম ইয়াংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে।

 অনুষ্ঠানে জানানো হয়, কোচ কিম ইল ইয়াং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদের সঙ্গে পরামর্শ করে ট্রেনিং প্রোগ্রাম শুরু করেন। তবে আপাতত তিনি টোকিও অলিম্পিক সামনে রেখে শাকিল আহমেদকে নিয়ে প্রস্তুতি শুরু করবেন। পরবর্তীতে ফেডারেশনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উপপরিষদের মাধ্যমে নতুন দল ঘোষণা করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেবেন।

 এদিন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সঙ্গে কোরিয়ান কোচ কিম ইল ইয়াংয়ের চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মহাসচিব ইন্তেখাবুল হামিদ, ফেডারেশনের সদস্য ও স্থানীয় কোচরা এ সময় উপস্থিত ছিলেন।

 জেডআই/ওবায়েদ/২৬ মে

আর্কাইভ