• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ইউএস-বাংলার চুক্তি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১০:০৫ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ইউএস-বাংলার চুক্তি

ক্রীড়া ডেস্ক

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের খেলোয়াড় ভিড়িয়ে দল গুছিয়ে নিয়েছে ফ্রাঞ্জাইজিগুলো। এবার ট্রাভেল পার্টনার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিলো বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার (১২ জানুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের করপোরেট অফিসে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জে. মো. মাইনুল ইসলাম (অব.) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল একেএম জাকি (অব.) চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসান উল্লাহ হাসান।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয় করার প্রত্যাশা থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘এবার বিপিএলে আমরা দুটি দলের ট্রাভেল পার্টনার। একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আরেকটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তিনি বলেন, ‘ইউএস-বাংলা শুরু থেকেই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এর আগে ফুটবলের সঙ্গে জড়িত ছিল, গলফের সঙ্গে জড়িত ছিল। বিপিএলের বিভিন্ন দলের সঙ্গে জড়িত ছিল ইউএস-বাংলা।

কামরুল ইসলাম আরও বলেন, ‘ইউএস-বাংলা ২০১৪ সালে ডমেস্টিক রুটে মাত্র দুটি ছোট বিমান নিয়ে যাত্রা করে। সেখানে এখন আমরা ১৬টি এয়ারক্রাফট নিয়ে ডমেস্টিক পার হয়ে আন্তর্জাতিক ১০টি দেশে ফ্লাইট অপারেট করছি। বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিয়ে আমরা আরও বড় স্বপ্ন দেখছি, যেহেতু ক্রীড়াঙ্গনের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও বেশি অবদান রাখতে চাই।

জেডআই/ডা

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ