• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফেডারেশন কাপে শিরোপা আবাহনীর

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০২:৫৪ এএম

ফেডারেশন কাপে শিরোপা আবাহনীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই মৌসুম পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আবাহনী। অথচ গত তিন বছর শিরোপাশূন্য ছিল দলটি।

শেষ ২০১৮ সালে বসুন্ধরা কিংসকে হারিয়ে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরের দুই আসরে আর ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীল শিবির। আজ (রোববার) চ্যাম্পিয়ন হয়ে তিন বছর আগের শিরোপা পুনরুদ্ধার করেছে। পাশাপাশি এএফসি কাপে নিজেদের স্লট নিশ্চিত করে।

ফাইনালে আবাহনীর একাদশে দুটি পরিবর্তন আনা হয়। চোটের কারণে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার জায়গায় খেলেছেন মনির হোসেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো ম্যাচের আগে অনুশীলন করলেও ব্যথা অনুভব করায় খেলতেই পারেননি। অবশ্য শুরু থেকে ছিলেন জুয়েল রানা। আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন তো চোট থেকে উঠতেই পারছেন না।

ম্যাচের শুরুর দিকে আবাহনীকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার চেষ্টা করেছিল রহমতগঞ্জ। কিন্তু অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা মারিও লেমসের শিষ্যরা দুই অর্ধে দুই গোলের সুবাদে শেষ হাসি হেসেছে। 

প্রথমার্ধের ইনজুরি সময়ে আবাহনীকে লিড এনে দেন কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। পরিকল্পিত আক্রমণে তিনি দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন। কলিন্দ্রেস এই রহমতগঞ্জের বিরুদ্ধে ২০১৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছিলেন। এবার করলেন আবাহনীর জার্সিতে।

 দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের রহমতগঞ্জকে আর পাওয়া যায়নি। আবাহনী ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভালোভাবে। রাকিব হোসেন আরেকটি গোল করলে আবাহনীর শিরোপা উদযাপন ছিল অপেক্ষা মাত্র। দ্বিতীয়ার্ধে কলিন্দ্রেস কয়েকবার বক্সের মধ্যে গোলের সুযোগ পেয়েও মিস করেন।

৭৪ মিনিটে রহমতগঞ্জের ফিলিপ একটি গোল পরিশোধ করেন। গোলরক্ষক সোহেল পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বল ধরতে পারেননি। ম্যাচের বাকি সময় রহমতগঞ্জ সমতা আনার মতো সুযোগ তৈরি করতে পারেনি। আবাহনীও গোলের মুহূর্ত সেই রকম আদায় করতে না পারায় ২-১ গোলের স্কোরলাইন নিয়েই শেষ হয় ফাইনাল ম্যাচ।

অর্ণব/এম. জামান

আর্কাইভ