• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আরও একটি আবাহনী-মোহামেডান মহারণের সম্ভাবনা!

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১০:২৩ পিএম

আরও একটি আবাহনী-মোহামেডান মহারণের সম্ভাবনা!

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথ যেমন আলাদা উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তেমনই এক দ্বৈরথ ছিল আবাহনী-মোহামেডানের। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মাঠে নামার আগে নানা হিসাব-নিকাশ চলত। কে সেরা কিংবা কে জিতবে, সেই প্রশ্নে চায়ের কাপে ঝড় উঠত। দুই দলের জার্সি গায়ে পাড়ার ছেলেরা প্রতিদ্বন্দ্বিতা করত। তাদের খেলা দেখতেই ভিড় জমত। কিন্তু আবাহনী-মোহামেডান দ্বৈরথও আগের মতো আবেদন জাগাতে পারছে না। এককালের ঘরোয়া ফুটবলের দুই মহারথীর লড়াই উপভোগে এখন আর আগ্রহ নেই ফুটবলপ্রেমীদের। তবে এখনও দুই দলের কিছু ভক্ত সমর্থক আছে। খেলা শুরু হলেই যারা গ্যালারিতে প্রিয় দলের সমর্থনে গলা ফাটায়; তাদের আরও একবার আবাহনী-মোহামেডান মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফেডারেশন কাপের দুই সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে। আলাদা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ। দ্বিতীয় সেমিতে আবাহনী লিমিটেড খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। দুটি ম্যাচে আবাহনী ও মোহামেডান জিততে পারলেই হবে স্বপ্নের ফাইনাল!

সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে নামছে দুই জায়ান্ট ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। টানা দুই টুর্নামেন্টের ফাইনালে উঠতে আশাবাদী আকাশী নীলরা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের মুখোমুখি হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জ। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

ধানমন্ডিতে নিজেদের মাঠে প্রাণবন্ত ছিল ঢাকা আবাহনী। প্রায় তিন বছরের শিরোপা খরা ঘুচিয়ে জেতা হয়েছে স্বাধীনতা কাপ। এক মাসের মাথায় আবারও ফেডারেশন কাপের শিরোপার হাতছানি। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ জায়ান্ট সাইফ স্পোর্টিং ক্লাব।

আবাহনী লিমিটেডের প্রধান কোচ মারিও লেমস বলেন, ‘এই মৌসুমে আমরা শুরু থেকে ভালো খেলে আসছি। এমন পারফরম্যান্স ধরে রাখতে হবে। ফেডারেশন কাপে ট্রফি জয় করাটাই আমাদের লক্ষ্য। তাই সেমিফাইনালে জয় ছাড়া বিকল্প নেই।

দানিয়েল কলিনদ্রেস-রাফায়েল অগাস্তো-দোরিয়েন্তনকে নিয়ে দেখার মতো আবাহনীর ফরোয়ার্ড লাইন। এর সঙ্গে রাকিব হোসেন-ইমন মাহমুদদের দিয়ে যাচ্ছেন যোগ্য সমর্থন। তাই তো লেমসের প্রত্যাশা বেশি- ‘আমার দলে সবাই ভালো খেলে আসছে। বেশ কিছু দিন ধরে একসঙ্গে অনুশীলন করায় বোঝাপড়াও চমৎকার। আশা করছি, এবারও সাফল্য পাবো।

গ্রুপ পর্বে শেখ রাসেলের সঙ্গে ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে পথ সহজই ছিল ঢাকা আবাহনীদের। কোয়ার্টারে প্রতিবেশী শেখ জামালকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া সেমিতে ভালো করার স্বপ্ন দেখাচ্ছে ঐতিহ্যবাহীদের।

ফেডারেশন কাপে শক্তিমত্তায় সাইফ আবাহনীর বড় প্রতিপক্ষ। শেখ জামাল, শেখ রাসেল শিরোপার রেস থেকে ছিটকে যাওয়ায় এই ম্যাচকেই অলিখিত ফাইনাল বলে মনে করছেন অনেকেই।

এদিকে দিনের প্রথম ম্যাচে আরেক ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ধীরে ধীরে সেমিতে ওঠা দলটা প্রায় এক দশক পর ফাইনালে ওঠার জন্য ক্ষুধার্ত। সে জন্য তাদের হারাতে হবে জায়ান্ট কিলার রহমতগঞ্জকে।

শেষ চারে আবাহনী ও মোহামেডান জিতে গেলে, ২০১৩ সালের পর এই প্রথম অপেক্ষা করছে ঢাকা ডার্বি ফাইনাল রোমাঞ্চ।

আবাহনীর মতো মোহামেডান কোচ শন লেনও চাইছেন সাফল্য। তাই তো সেমিফাইনালের বাধা টপকে এগিয়ে যেতে চাইছেন এই ব্রিটিশ-অস্ট্রেলিয়ান- ‘এটা আমাদের জন্য আরও একটি পরীক্ষা। এখানে যেকোনো দল ভালো করতে পারে। রহমতগঞ্জ কঠিন প্রতিপক্ষ। আমরা জিতেই ফাইনালে যেতে চাই।

আবাহনী কিংবা মোহামেডানের ফাইনালে মুখোমুখি হওয়াটা সহজ বিষয় নয়। আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সাইফ কিংবা গোলাম জিলানির রহমতগঞ্জ ছেড়ে কথা বলবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারাও। তাই আবাহনী ও মোহামেডানের মধ্যে ফাইনাল হবে কি না তা জানতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

জেডআই/এম. জামান

আর্কাইভ