• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ওয়ানডের সেরা দুইয়ে মিরাজ

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৫:৫১ পিএম

ওয়ানডের সেরা দুইয়ে মিরাজ

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থার (আইসিসি) সদ্য প্রকাশিত এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে) বোলারদের ্যাংকিংয়ের তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে আইসিসির ্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে প্রবেশ করলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে ২০১০ সালে বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বসেছিলেন দুই নম্বর স্থানে।

মিরাজ ছাড়াও সেরা দশের ভেতরে ঢুকেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আট ধাপ উপরে উঠে এখন আছেন নম্বরে। দুইয়ে ওঠা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। নম্বরে থাকা মোস্তাফিজুর রহমানের রেটিং পয়েন্ট ৬৫২।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে ্যাংকিংয়ে চার নম্বর থেকে এক ধাপ পিছিয়ে পাঁচে চলে গিয়েছিলেন মিরাজ। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছেন এই অফস্পিনার। দুই ম্যাচে বল হাতে নিয়েছেন সাত উইকেট। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ৩০ রানে উইকেট নেন মিরাজ। আর দ্বিতীয় ম্যাচে মাত্র ২৮ রানে নেন উইকেট।

নাম্বারে উঠে আসা ফিজও দুর্দান্ত চলমান সিরিজে। নিয়েছেন মোট ৬টি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে ওভারে ৩৪ রানে ৩টি ২য় ম্যাচে ওভারে ১৬ রানে নেন ৩টি উইকেট।

উন্নতি হয়েছে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের। সিরিজের প্রথম ম্যাচে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন ৮৪ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলার পর চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪ নম্বর স্থানে উঠে এসেছেন মি. ডিপেন্ডেবল। তার রেটিং পয়েন্ট ৭৩৯। টাইগার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই এখন সবার ওপরে। এরপর তামিম ইকবাল (২৪), সাকিব আল হাসান (২৯) মাহমুদউল্লাহ রিয়াদরা (৩৮) দুই ম্যাচে ৫৪ ৪১ রান করে দুই ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ।

দিকে ওয়ানডের অলরাউন্ডের ্যাংকিংয়ে যথারীতি শীর্ষে সাকিব আল হাসান। ৩৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বেন স্টোকস এবং তিনে আছেন মোহাম্মদ নবী।

আহাদ/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ