• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

নাঈম শেখকে নিয়ে তৃতীয় ওয়ানডের জন্য প্রস্তুত বাংলাদেশ

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:১৪ পিএম

নাঈম শেখকে নিয়ে তৃতীয় ওয়ানডের জন্য প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। তিন ম্যাচের এক দিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিকরা এগিয়ে রয়েছে - ব্যবধানে। প্রথম দুই ম্যাচের জন্য আগে ঘোষণা করা হয়েছিল দল। বাকি থাকা এক ম্যাচের জন্য আজ বুধবার (২৬ মে) নতুন করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  

যেখানে যোগ করা হয়েছে ব্যাটসম্যান নাঈম শেখকে। তবে কাউকে বাদ দেয়া হয়নি। আগামী শুক্রবার (২৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় শেষ ম্যাচ খেলবে তামিম ইকবালরা।

সেই ম্যাচেও আরেকটি নতুন ইতিহাসের হাতছানি টাইগারদের। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পর তাদেরকে হোয়াইটওয়াশের সুযোগ স্বাগতিকদের।

তৃতীয় শেষ ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, নাঈম শেখ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই :  তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম।

হাসিব/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ